স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ইকো পাঠশালা এন্ড কলেজের এসএসসি ২০২০ ব্যাচের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ইকো পাঠশালা এন্ড কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ও ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকো পাঠশালা এন্ড কলেজের স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি শ^াশত জামান এর পর বক্তব্য রাখেন ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধক্ষ্য জহুরাতুন নেসা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার ।
অনুষ্ঠানের শুরুতে সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় আর্ন্তজাতিক পুরষ্কার মহাত্মা অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইএসডিও’র নির্বাহী পরিচালক ও ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর পর উত্তরীয় প্রদান ,উৎসব লোগো হস্তান্তর , কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কাটা হয়। পরে ইকো পাঠশালা এন্ড কলেজের প্রথম গাড়ীটিকে যাদুঘর ঘোষনা, স্মৃতি রোমন্থন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।